সারা বাংলা

কলাবাগানে পড়েছিল অটোচালকের লাশ

ফরিদপুরে টিপু সুলতান (৪০) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

টিপু সুলতান ওই এলাকার মৃত জায়েদ আলী শেখের ছেলে।

চাঁদপুর গ্রামের মুদি দোকানদার ফারুক হোসেন বলেন, ‘‘সকালে বাজারে যাচ্ছিলাম। সেই সময় ৪ নম্বর ওয়ার্ডের সজল মিয়ার পুকুরপাড় সংলগ্ন ইলিয়াস শেখের কলাবাগানের ভেতরে টিপু সুলতানের মরদেহ পড়ে থাকতে দেখি। ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।’’

ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিব বলেন, ‘‘ধারণা করা হচ্ছে, টিপু সুলতানকে কুপিয়ে হত্যার পর মরদেহ এখানে ফেলে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে।’’