আন্তর্জাতিক

‘ওই নারী জাহান্নামে যাক’

এক মুসলিম চিকিৎসক নারীর নিকাব খুলে ফেলে বিতর্ক সৃষ্টি করা বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের পাশে দাঁড়িয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেছেন, ওই নারী জাহান্নামে যাক।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিহারের মুখ্যমন্ত্রীর একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে হিজাব পরিহিত এক নারী চিকিৎসককে নিয়োগপত্র দিচ্ছিলেন নিতীশ। সেটি নিতে মঞ্চের সামনে যেতেই মুখ্যমন্ত্রী তার দিকে তাকিয়ে প্রশ্ন করেন, “এটা কী?” এর পরে তিনি খানিক ঝুঁকে ওই চিকিৎসকের হিজাব টেনে নামিয়ে দেন। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে যান ওই নারী চিকিৎসক। এ ঘটনা প্রকাশ্যে আসার পরে তীব্র সমালোচনা শুরু হয়েছে নিতীশের বিরুদ্ধে।

নিতীশের কর্মকাণ্ডকে সমর্থন জানিয়ে গিরিরাজ সিং বলেছেন, “নিতীশ কুমার কোনো ভুল করেননি। যদি কেউ নিয়োগপত্র নিতে যায়, তাহলে কি তাদের মুখ দেখানো উচিত নয়? এটি কি একটি ইসলামিক জাতি?নিতিশ একজন অভিভাবক হিসেবে কাজ করছিলেন... যদি আপনি আপনার পাসপোর্ট নিতে যান, অথবা বিমানবন্দরে যান, তাহলে কি আপনি আপনার মুখ দেখান না? আপনি পাকিস্তান এবং ইংলিশস্তান সম্পর্কে কথা বলেন। এটি ভারত এবং এখানে কেবল ভারতীয় আইনই কাজ করবে। নীতিশ কুমার কোনো ভুল করেননি।”

ওই নারী যদি চাকরি করতে অস্বীকৃতি জানায়, তাহলে কী হবে জানতে চাইলে সিং পাল্টা আক্রমণ করেন বলে, “ওহ প্রত্যাখ্যান করতে পারে অথবা জাহান্নামে যেতে পারে।”

গিরিরাজের মন্তব্যের প্রতিক্রিয়ায় জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি এক্স-এ পোস্টে লিখেছেন, “এই লোকটির নোংরা মুখ পরিষ্কার করার জন্য কেবল ফিনাইল কাজ করবে। আমাদের মুসলিম মা ও বোনদের হিজাব ও নানিকাব স্পর্শ করার সাহস তোমরা করো না। অন্যথায় আমরা মুসলিম মহিলারা তোমাদের এমন একটি শিক্ষা দিয়ে সংশোধন করব যা তোমরা এবং তোমাদের সমর্থকরা আগামীতে চিরকাল মনে রাখবে।”