হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত দৈনিক প্রথম আলোর কার্যালয় পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ওই কার্যালয় পরিদর্শন করেন তিনি।
এ সময় আইজিপি বিস্তারিত খোঁজ-খবর নেন এবং এ হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে ওই দুটি জাতীয় পত্রিকার কার্যালয় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত অভিযোগ করা হয়নি।