কুষ্টিয়া শহরের মজমপুর গেটে অবস্থিত জাতীয় দৈনিক প্রথম আলো’র অফিস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাত দেড়টার দিকে অফিসটিতে ঢুকে সাইনবোর্ড, একটি কক্ষের দরজা-জানালা এবং বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন তারা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুষ্টিয়া শহরে টহল জোরদারের কথা জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে কুষ্টিয়া শহরে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ জনতা। তারা টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন। ঘন্টাব্যাপী অবরোধ শেষে কর্মসূচি প্রত্যাহার করলে রাত ১২টার দিকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এরপর রাত দেড়টার দিকে প্রথম আলো’র অফিসে হামলা চালান কিছু বিক্ষুব্ধ লোক।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “এ ধরনের কিছু খবর শুনেছি। থানায় লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অরাজকতা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”