ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক দল। বিক্ষোভ, ভাঙচুর ও আগুন দেওয়া হয় দেশের বিভিন্ন স্থানে। গতকালের মতো আজও জুলাই বিরোধী শক্তিগুলোর ভাঙচুর ও নাশকতা করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপি যেকোনো ধরনের ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে বলেও তিনি জানান।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।
নাহিদ ইসলাম বলেন, “আজ জুম্মার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। গতকালের মত ভাঙচুর ও নাশকতা করার পরিকল্পনা রয়েছে জুলাই বিরোধী শক্তিগুলোর। আমরা যেকোনো প্রকার ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে।”
জনগণের ক্ষোভকে ব্যবহার করে কোনো হঠকারী গ্রুপ কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগ অথবা কোনো নাশকাতমূলক কার্যক্রম যাতে করতে না পারে সে ব্যাপারে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জুমার পরে আমাদের শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করা হলো। তার পরিবর্তে বিকাল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল আয়োজিত হবে।” সবাইকে ওই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।