বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এক মাসের তুলনায় বেশি স্থিতিশীল হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার আপডেট তুলে ধরেন ডা. জাহিদ। তিনি বলেন, “আজ সফলভাবে একটা প্রসিডিউর হয়েছে। তিনি চিকিৎসা নিতে পারছেন।”
জাহিদ হোসেন বলেন, “বেগম খালেদা জিয়া বর্তমানে আগের চেয়ে ভালো আছেন। তার শারীরিক অবস্থা বেশি স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তিনি নিয়মিত চিকিৎসা গ্রহণ করছেন।”
তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা প্রক্রিয়া চলমান রয়েছে।
বর্তমানে সিসিইউতে তিনি আরো বলেন, “খালেদা জিয়ার দীর্ঘদিনের কিছু জটিল রোগ রয়েছে। সে কারণে তাকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বোর্ড নিয়মিত পর্যবেক্ষণ করছে। বর্তমানে তার শারীরিক অবস্থা নিয়ন্ত্রণে আছে এবং কোনো নতুন জটিলতা দেখা দেয়নি।”
ডা. জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী তার খাদ্যাভ্যাস, ওষুধ ও বিশ্রামের বিষয়গুলো কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বিভাগীয় বিশেষজ্ঞ চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন।
তিনি বলেন, “আমরা আশা করছি, আল্লাহর রহমতে ও চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টায় তিনি ধীরে ধীরে আরো সুস্থ হয়ে উঠবেন। তবে বয়স ও দীর্ঘদিনের অসুস্থতার কারণে চিকিৎসা প্রক্রিয়াটি সময়সাপেক্ষ।”
সংবাদ সম্মেলনে ডা. জাহিদ হোসেন দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বেগম খালেদা জিয়ার জন্য দেশ-বিদেশ থেকে যে দোয়া ও শুভকামনা আসছে, সেজন্য আমরা কৃতজ্ঞ। দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের এই ভালোবাসা তার মানসিক শক্তি বাড়াতে সহায়ক হচ্ছে।”