ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩ নম্বর কোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রামচন্দ্রপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, ‘‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রামচন্দ্রপুর বাজার থেকে আলাউদ্দিন আল আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগসহ কয়েকটি মামলা রয়েছে।’’