বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর স্বামী তারেক রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে আবারো দেশে ফেরার কথা রয়েছে ডা. জুবাইদা রহমানের।
এর আগে, চলতি মাসের ৫ ডিসেম্বর দীর্ঘদিন পর লন্ডন থেকে ঢাকায় আসেন ডা. জুবাইদা রহমান। দেশে পৌঁছানোর পরদিনই তিনি সরাসরি ঢাকার এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিতে। সেখানে তিনি শাশুড়ি খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।
গত ২৩ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। পরিবারের সদস্য হিসেবে তাঁর পাশে থাকা এবং চিকিৎসায় সহযোগিতার জন্যই মূলত ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় এসেছিলেন।
এদিকে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ডা. জুবাইদা রহমানের সাম্প্রতিক যাতায়াত এবং তারেক রহমানের সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনাও তৈরি হয়েছে। বিশেষ করে আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির রাজনৈতিক কর্মসূচি ও প্রস্তুতি নতুন করে গুরুত্ব পাচ্ছে।