রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা ‘শায়েরি ইভনিং’। এটি রেনেসাঁ হোটেলের বিশ্বব্যাপী সিগনেচার ইভেন্ট সিরিজ ‘ইভেনিংস অ্যাট রেনেসাঁ’-এর অংশ, যার লক্ষ্য স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পচর্চাকে তুলে ধরা।
এই আয়োজনের মাধ্যমে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল অতিথিদের উপহার দেয় কবিতা ও সংগীতে ভরপুর এক মননশীল সন্ধ্যা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবৃত্তিকার, কবি ও বক্তা এহসান সামাদ। তিনি নিজের লেখা কবিতার পাশাপাশি উপমহাদেশের প্রখ্যাত কবি মির্জা গালিব, সাহির লুধিয়ানভি, ফয়েজ আহমেদ ফয়েজ, গুলজার ও ইমরান আমিরের নির্বাচিত শায়েরি আবৃত্তি করেন।
আবৃত্তির সঙ্গে সুরের মেলবন্ধন ঘটান একজন বাঁশিবাদক, যার স্নিগ্ধ সুর কবিতাগুলোর আবেগ ও গভীরতাকে আরও স্পষ্ট করে তোলে। কবিতা ও সংগীতের এই সম্মিলন অতিথিদের নিয়ে যায় এক শান্ত, অনুভবনির্ভর যাত্রায়।
রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল ও জিবিসি লবি ক্যাফের পরিবেশ সেদিন রূপ নেয় এক উষ্ণ সাংস্কৃতিক আসরে। কবিতা, সংস্কৃতি ও শিল্পপ্রেমীদের উপস্থিতিতে শায়েরি ইভনিং পরিণত হয় অনুভূতি ভাগাভাগির এক বিশেষ মুহূর্তে।
অনুষ্ঠানের প্রতিটি শায়েরি ও সুর অতিথিদের মনে রেখে যায় দীর্ঘস্থায়ী অনুরণন, যা অনুষ্ঠান শেষ হওয়ার পরও হৃদয়ে রেশ রেখে যায় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।