নিজেদের মাঠে বিশ্বকাপ। শেষ বিশ্বকাপের চ্যাম্পিয়নও তারা। দল বাছাই করে সবার আগে ঘোষণাও করলো তারা। তার চেয়েও বড় খবর, বিরাট চমক দেখাল টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ভারত। ঘোষিত এই দলে বড় চমক হলো তারকা ব্যাটসম্যান শুভমান গিলের বাদ পড়া। তার জায়গায় সুযোগ মিলেছে ইশান কিশানের।
ভারতের টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক গিল। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স ভালো না হওয়ায় তাকে বাদ দিয়েছে দল। ইশান কিশান সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দলকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন। ফাইনালে ৪৯ বলে করেছেন ১০১ রান। সব মিলিয়ে করেছেন ৫১৭ রান। তার সঙ্গে দলে ফিরেছেন রিঙ্কু সিং।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গত ১৮ ইনিংসে একটিও ফিফটি নেই গিলের। প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচে তার সংগ্রহ ছিল যথাক্রমে ৪, ০ এবং ২৮ রান। এমনিতেই ভারতীয় দলে প্রচুর প্রতিযোগিতা। পারফর্ম না করলে টিকে থাকা মুশকিল তা আরেকবার প্রমাণ হলো।
গিলের অনুপস্থিতিতে সহঅধিনায়ক করা হয়েছে অক্ষর প্যাটেলকে। এই দলটিই নিউ জিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবে। আগামী ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ২০ দলের এই জমজমাট আসর। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ভারতই প্রথম দল হিসেবে তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। এর আগে গত বৃহস্পতিবার ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে সহ-আয়োজক শ্রীলঙ্কা।
ভারতের বিশ্বকাপ স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, আরশদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর এবং ইশান কিশান (উইকেটকিপার)।