জাতীয়

ইসির সঙ্গে আজ ৩ বাহিনীর প্রধানদের বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আজ রবিবার (২১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ ও তথ্য) মো. রুহুল আমিন মল্লিক জানান, আজ দুপুর ১২টায় তিন বাহিনীর প্রধানরা নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর দুপুর আড়াইটায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হবে।

তিনি জানান, সভায় আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে যৌথ বাহিনীর ভূমিকা, প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণবিধি ২০২৫ বাস্তবায়ন এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়গুলো আলোচনা হবে।

ইসি সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বঘোষিত সময়সূচি পরিবর্তন করে সভাটি আজ দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে আয়োজিত এ সভায় নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন।

সভা শেষে নির্বাচন কমিশন ভবনের বেজমেন্টে গণমাধ্যমকে এ বিষয়ে ব্রিফিং করা হবে বলে জানা গেছে।