সান্তিয়াগো বার্নাব্যুতে বছর শেষের রাতটি রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য ছিল একাধারে স্বস্তি ও উদযাপনের। ঘরের মাঠে টানা দুই হারের যে গ্লানি জমেছিল, তা মুছে দিয়ে শনিবার (২০ ডিসেম্বর) রাতে সেভিয়াকে ২-০ গোলে হারিয়েছে জাবি আলোনসোর শিষ্যরা। জয়ে ফেরার এই রাতে লাইমলাইটে ছিলেন কিলিয়ান এমবাপ্পে। যিনি গোল করে ছুঁয়ে ফেলেছেন কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর এক অনন্য রেকর্ড।
সেভিয়ার বিপক্ষের এই ম্যাচে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ চলেছে। তবে ম্যাচের ডেডলক ভাঙেন জুড বেলিংহ্যাম। তার চমৎকার এক গোল লিড এনে দেয় ‘লস ব্লাঙ্কোস’দের। ম্যাচের শেষ দিকে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। এই গোলের মাধ্যমে তিনি রিয়ালের জার্সিতে রোনালদোর একটি ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করার গৌরব অর্জন করেন।
ম্যাচটি ২-০ গোলে শেষ হলেও লড়াই ছিল সমানে সমান। দ্বিতীয়ার্ধের অনেকটা সময় একজন কম নিয়ে (১০ জন) খেললেও রিয়ালকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল সেভিয়া। পুরো ম্যাচে রিয়াল ১৮টি শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। বিপরীতে, সেভিয়াও ১৪টি আক্রমণ চালিয়ে ৫টি লক্ষ্যে রেখেছিল। কিন্তু জালের দেখা পায়নি। ৫৩ শতাংশ বল পজেশন ধরে রেখে মাঠের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখেন আলোনসোর শিষ্যরা।
এই জয়ের ফলে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার আরও কাছাকাছি পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ। ১৮ ম্যাচ থেকে ৪২ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের দ্বিতীয় স্থান। আর বার্সেলোনা ১৭ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।
অর্থাৎ, এক ম্যাচ বেশি খেললেও রিয়াল এখন বার্সার চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে। অন্যদিকে, ১৭ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানেই থমকে আছে সেভিয়া। সব মিলিয়ে একটি জয় দিয়ে বছর শেষ করা রিয়ালের জন্য নতুন বছরে শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে বড় টনিক হিসেবে কাজ করবে।