বিনোদন

হেনস্তার শিকার গায়িকা লগ্নজিতা

লাইভ কনসার্টে গান গাইতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন ‘বসন্ত এসে গেছে’খ্যাত গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। শনিবার (২০ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের ভগবানপুরের সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে আয়োজিত অনুষ্ঠানে গান গাইতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হন এই সংগীতশিল্পী। 

ঘটনার বর্ণনা দিয়ে লগ্নজিতা চক্রবর্তী বলেন, “অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৭টায়। ৭টা থেকে ৭টা ৪৫ পর্যন্ত নির্বিঘ্নে অনুষ্ঠান চলে। প্রথম তিনটি গান গাওয়ার পর সুষ্ঠুভাবে আমাকে সংবর্ধনাও দেওয়া হয়। ৭টা ৪৫ মিনিটে আমার গানের তালিকার সপ্তম গান গাওয়া শেষ হয়। অষ্টম গানে যাওয়ার আগে দর্শকদের সঙ্গে কথা বলছিলাম। তখনই ঘটনাটি ঘটে।”

পরের ঘটনা বর্ণনা করে লগ্নজিতা বলেন, “দেবী চৌধুরাণী’ সিনেমার ‘জাগো মা’ গানটি গাইছিলাম। তার কিছুক্ষণ পরই দর্শকাসন থেকে এক ব্যক্তি মঞ্চে উঠে আসেন। আমাকে মারধর করতে উদ্যত হন। তবে উপস্থিত অন্যরা ওই ব্যক্তিকে ধরে ফেলেন এবং মঞ্চ থেকে নামিয়ে নেন।”

লগ্নজিতা চক্রবর্তী

মঞ্চে উঠে আসা ব্যক্তির নাম মেহেবুব মল্লিক। ভারতীয় কোনো কোনো গণমাধ্যম দাবি করেছেন, সাউথ পয়েন্ট স্কুলের অন্যতম মালিক তিনি। গায়িকাকে তিনি অশ্রাব্য ভাষায় কটূক্তি করেন। চিৎকার করে তিনি বলেন, “অনেক জাগো মা হয়েছে, এবার একটু সেকুলার গা।” পুরো ঘটনায় হতভম্ব হয়ে পড়েন লগ্নজিতা। এরপরই মঞ্চ ত্যাগ করেন এই গায়িকা। 

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল রাতে ভগবানপুর থানায় গিয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারকে বিস্তারিত জানান লগ্নজিতা। পুলিশের পরামর্শ অনুযায়ী, জেনারেল ডায়েরি (জিডি) করেন এই গায়িকা।

পরে অভিযান চালিয়ে অভিযুক্ত মেহেবুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় থানার ওসি শাহজাহান হককেও কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। কারণ পুরো ব্যাপারটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন তিনি। মেহেবুব ছাড়াও ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। 

ভারপ্রাপ্ত এসপি ভারতীয় একটি গণমাধ্যমে বলেন, “আমরা শিল্পীর সঙ্গে কথা বলেছি। উনাকে আশ্বস্ত করেছি, আমরা সবরকম সহযোগিতা করব। সেই সঙ্গে এই ঘটনায় পুলিশের কোনো গাফিলতি ছিল কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তা-ও আমরা নিশ্চিত করতে চাই।” 

লগ্নজিতা চক্রবর্তী

টলিউডের জনপ্রিয় গায়িকাদের অন্যতম লগ্নজিতা। ২০১৪ সালে সৃজিত মুখার্জি পরিচালিত ‘চতুষ্কোণ’ সিনেমায় ‘বসন্ত এসে গেছে’ গানটি গেয়ে পৌঁছে যান খ্যাতির শীর্ষে। তারপর ধারাবাহিকভাবে উপহার দিয়েছেন হিট গান। ‘একান্নবর্তী’ সিনেমায় ব্যবহৃত ‘আমাদের গল্পগুলো’ গানটিও সাড়া ফেলেছিল। এ গানের শিল্পীও লগ্নজিতা।