বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রিয়াসাত হাসান রোহান (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু মারুফ।
রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে শাজাহানপুর উপজেলার বি-ব্লকে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে৷
নিহত রোহান শেরপুর পৌর শহরের নয়াপাড়া এলাকার রবিউল হাসান সরকারের ছেলে ও শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চালবোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। সে সময় জিগজ্যাগ প্যাটার্নে (এঁকেবেঁকে) মোটরসাইকেল চালিয়ে একই দিকে যাচ্ছিলেন দুই যুবক। বি-ব্লক এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি ট্রাকের পেছনের চাকার নিচে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে মোটরসাইকেলে আগুন ধরে যায়। আগুনে ট্রাকের চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে ঘটনাস্থলেই রোহান মারা যান ও আহত হন মারুফ।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) নুর হোসেন বলেন, ‘‘দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।’’