ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিফাতউল্লাহ।
শাহ শহীদ সারোয়ার ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মরহুম এম. শামছুল হককে পরাজিত করে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্রী প্রার্থী হওয়ায় বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়।
বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুল হাসান সুজন বলেন, “শাহ শহীদ সারোয়ারের বিরুদ্ধে নালিতাবাড়ী উপজেলায় জুলাই আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। আদালতে আগাম জামিন নিতে হাজির হন তিনি। আমরা আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করি। শুনানি শেষে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”
শাহ শহীদ সারোয়ার ময়মনসিংহ-২ আসনে ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মরহুম এম. শামছুল হককে পরাজিত করে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৮ সালের সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে পরাজিত হন। পরবর্তীতে ২০১৮ সালের সংসদ নির্বাচনেও বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন। গত সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হলে বিএনপি তাকে বহিষ্কার করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারেন শাহ শহীদ সারোয়র এমন গুঞ্জন রয়েছে এলাকায়।