সারা বাংলা

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ চুয়াডাঙ্গায় 

চুয়াডাঙ্গায় বেড়েছে শীতের তীব্রতা। গত তিনদিন ধরে সূর্যের দেখা মিলছে না। প্রতিদিনই হ্রাস পাচ্ছে তাপমাত্রা। ফলে চরম ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ।

সোমবার (২২ ডিসেম্বর) এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়ার রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এসময় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ। আবহাওয়া দপ্তর বলছে, মঙ্গলবার থেকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। তাপমাত্রা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা রেকর্ড হয়েছে ৯৭ শতাংশ। 

তিনি জানান, শনিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন বাতাসের আদ্রতা ছিল ৯৫ শতাংশ। তুলনামূলক ভাবে আজ সোমবার কিছুটা তাপমাত্রা কমেছে। মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়তে পারে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক মাহাবুবুর রহমান মিলন জানান, শীতজনিত রোটাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা স্বাভাবিকের তুলনায় একটু বেড়েছে। তিনি পরামর্শ দিয়ে জানান, এমন আবহাওয়ায় সব বয়সের মানুষের উচিৎ হবে স্বাস্থ্যবিধি মেনে চলা। কেউ বেশি অসুস্থ হলে তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা।