জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রথম আলো ও ডেইলি স্টার এবং দুটি সাংস্কৃতিক সংগঠনের (ছায়ানট ও উদীচী) কার্যালয়ে হামলার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তারের কথা জানানো হয়েছিল।
গ্রেপ্তার নয়জনের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, মো. কাসেম ফারুক, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাঈম, ফয়সাল আহমেদ প্রান্ত, মো. সোহেল রানা ও মো. শফিকুল ইসলাম।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ দুপুরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হবে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে ব্রিফিং করবেন।
রবিবার রাত ১২টার পরে প্রথম আলো কার্যালয়ের হেড অফ সিকিউরিটি অবসরপ্রাপ্ত মেজর মো. সাজ্জাদুল কবির বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা করেন। এতে ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এর আগে গত ১৮ ডিসেম্বর রাতে রাজধানীতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রায় ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে প্রায় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।