চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ ২৭ জনকে আটক করেছে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন)।
সোমবার (২২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে ২৭ জনকে চ্যালেঞ্জ করে বিজিবি। বৈধ পাসপোর্ট বা কাগজপত্র দেখাতে না পারায় তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে আটজন পুরুষ, ১২ জন নারী, পাঁচজন শিশু এবং দুইজন তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা বিভিন্ন সময়ে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিলেন।
মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, আটককৃতদের স্থায়ী ঠিকানা ও জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই করে তারা প্রকৃত বাংলাদেশি নাগরিক কিনা তা নিশ্চিত করার কাজ চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।