ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে খাগড়াছড়ি থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মহালছড়ি ও দীঘিনালা উপজেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যান।
রবিবার (২১ ডিসেম্বর) তাদের প্রতিনিধিরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র নেওয়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন- মহালছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোনারতন চাকমা এবং দীঘিনালা উপজেলার সাবেক চেয়ারম্যান ধর্ম জ্যোতি চাকমা।
রবিবার বিকেলে সোনারতন চাকমার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তার মামাতো ভাই কিশলয় তালুকদার। তিনি জানান, তার ফুফাতো ভাই মহালছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোনারতর চাকমার পক্ষে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তিনি আশা করেন, সুস্থ ও নিরপেক্ষ ভোট হলে তার ভাইয়ের জয় নিশ্চিত।
দীঘিনালা উপজেলার সাবেক চেয়ারম্যান ধর্ম জ্যোতি চাকমার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দীঘিনালা ৪ নম্বর ইউনিয়ন পরিষদের সদস্য উপগুপ্ত চাকমা।
খাগড়াছড়ি-২৯৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় থেকে ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ১৯৯৬ ও ২০০১ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওয়াদুদ ভূঁইয়া।
গত সোমবার খাগড়াছড়ি-২৯৮ আসনে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সমীরণ দেওয়ান। এই আসনে জামায়াতের প্রার্থী এই আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মো. এয়াকুব আলী চৌধুরী।