বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সর্বোচ্চ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি-সংক্রান্ত সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের নিরাপদ আগমন নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়াটি যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, সরকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং জননিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার।
প্রায় দেড় যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরছেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ ডিসেম্বর ঢাকায় পৌঁছালে দলীয়ভাবে তাকে স্বাগত জানানো হবে।
২০০৭ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর তারেক রহমান গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারামুক্ত হয়ে তিনি চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। এর পর থেকে সেখানেই অবস্থান করছেন তারেক রহমান। সেখান থেকেই তিনি দলীয় কার্যক্রম পরিচালনা করছেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আসে। পরে বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজা বাতিল হয় এবং কয়েকটি মামলায় তিনি আইনগতভাবে অব্যাহতি পান। এর পর থেকেই তার দেশে ফেরার বিষয়ে আলোচনা চলছে।