পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির জমি ও ভবন পুনর্মূল্যায়ন করা হয়েছে। এ পুনর্মূল্যায়নের ফলে কোম্পানির প্রায় ৩০ কোটি টাকার সম্পদ বেড়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানির জমি ও ভবন পুনর্মূল্যায়ন পূর্বক আর্থিক হিসাবে মূল্য ছিল ২৭ কোটি ৬৮ লাখ টাকা। পুনর্মূল্যায়ন মাধ্যমে বাজার দর হয়েছে ৫৮ কোটি ১৬ লাখ টাকা। অর্থাৎ কোম্পানির পুনর্মূল্যায়ন পরবর্তী ৩০ কোটি ৪৮ লাখ টাকার সম্পদ বেড়েছে।