ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২৬ এর আওতায় মানিকগঞ্জ জেলায় অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মানিকগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শহীদ মিরাজ তপন স্টেডিয়াম মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় জেলার ৫টি উপজেলার মোট ৮টি ফুটবল একাডেমির দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়রা সারা দিনব্যাপী বিভিন্ন ম্যাচে নিজেদের নৈপুণ্য প্রদর্শন করেন।
প্রতিযোগিতা শেষে প্রতিভাবান খেলোয়াড়দের মধ্য থেকে প্রাথমিকভাবে ৪০ জনকে বাছাই করা হয়। বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে পরবর্তীতে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হবে। এই প্রশিক্ষণ থেকে নির্বাচিত ২ থেকে ৩ জন খেলোয়াড় ডেভেলপমেন্ট কাপ ফুটবল অনূর্ধ্ব-১৫ ঢাকা বিভাগীয় দলের হয়ে খেলার জন্য ট্রায়ালে অংশগ্রহণের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান। জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ফুটবল একাডেমির কোচ, ম্যানেজার, ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনের উদ্বোধনী ম্যাচে মামুন ফুটবল একাডেমি ট্রাইব্রেকারে ৩–১ গোলে পিন্টু একাডেমিকে পরাজিত করে।