পুঁজিবাজারে ভ্রমণ ও অবকাশ খাতে তালিকাভুক্ত পাঁচ তারকা হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
তথ্য মতে, গত ২৮ অক্টোবর ডিএসই ও সিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের আগামী ২৮ ডিসেম্বর এজিএম করার ঘোষণা দিয়েছিল। তবে আজ মঙ্গলবার তা স্থগিত করার কথা জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। একইসঙ্গে আগামীতে কবে এজিএম আয়োজন করা হবে, সে তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ০.১০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২.৪৬) টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ২.৩২ টাকা।
সর্বশেষ বছরে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২.৪৪ টাকা। আগের বছরের একই সময়ে তা ছিল শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৯.৩৮ টাকা।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.২৮ টাকা।