জাতীয়

তারেক রহমান আসছেন: বিমানবন্দরে ভিজিটর প্রবেশে ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাজনিত কারণে ২৪ ঘণ্টা দর্শনার্থী নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, আগামী বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় কেবল বৈধ টিকিটধারী যাত্রীরাই প্রবেশ করতে পারবেন। এ সময় যাত্রী ছাড়া অন্য কোনো সহযাত্রী বা ভিজিটরকে বিমানবন্দরে ঢুকতে দেওয়া হবে না। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রীসেবা নিশ্চিত করা, সার্বিক নিরাপত্তা জোরদার এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ পরিস্থিতি বিবেচনায় এ নিষেধাজ্ঞা সাময়িকভাবে কার্যকর থাকবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রী ও সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করার অনুরোধ করেছে।

প্রায় ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান। অংশ নেবেন জাতীয় নির্বাচনে। দেশের রাজনীতিতে যখন বিশৃঙ্খলা, বিভাজন তখন তার নেতৃত্বে গণতন্ত্র ইতিবাচক ধারায় ফিরবে বলে মনে করছেন বিএনপি নেতারা।