নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তরের কার্যক্রম আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকার আগারগাঁওয়ে নৌপরিবহন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ‘এস্টাব্লিশমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম অ্যান্ড ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম (ইজিআইএমএনএস)’ প্রকল্পের আওতায় নির্মিত জয়েন্ট মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (জেএমআরসিসি) উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি প্রকল্পের আওতায় দেশের সাতটি উপকূলীয় এলাকায় স্থাপিত সাতটি কোস্টাল রেডিও স্টেশন এবং সাতটি লাইটহাউজের উদ্বোধন করেন। এসব স্থাপনা কক্সবাজার, সেন্টমার্টিন, কুতুবদিয়া, চর কুকরি মুকরি, নিঝুম দ্বীপ, দুবলার চর এবং কুয়াকাটায় স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা বলেন, “ইজিআইএমএনএস প্রকল্পটি বাংলাদেশের নৌ-নিরাপত্তা জোরদার এবং উপকূলীয় এলাকায় দুর্যোগকবলিত জাহাজ ও নাবিকদের উদ্ধার কার্যক্রমে একটি যুগান্তকারী মাইলফলক। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক মানসম্পন্ন সামুদ্রিক উদ্ধার সক্ষমতা অর্জন করেছে।”
তিনি আরো বলেন, “প্রকল্পটি বাস্তবায়নের ফলে বাংলাদেশ আন্তর্জাতিক নৌ সংস্থা (আইএমও)-এর সার্চ অ্যান্ড রেসকিউ কনভেনশনের বাধ্যবাধকতা পূরণে সক্ষমতা অর্জন করেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে।”
অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী বলেন, “ইজিআইএমএনএস প্রকল্প বাস্তবায়নের ফলে এখন বাংলাদেশের সমুদ্র উপকূলে বিপদগ্রস্ত যেকোনো জাহাজ ও নাবিককে দ্রুত শনাক্ত ও উদ্ধার করা সম্ভব হবে। এটি বাংলাদেশের জন্য একটি বড় মেরিটাইম সাফল্য।”
তিনি প্রকল্পটির অর্থায়ন ও বাস্তবায়নে সহযোগিতার জন্য দক্ষিণ কোরিয়া সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।