লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের চরমনসা এলাকায় বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ ও এক শিশুর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় মারা যাওয়া শিশুর বাবা ও বিএনপি নেতা বেলাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলাটি করেন। থানাটির অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।
বেলাল হোসেন সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।
স্থানীয়রা জানান, গত শুক্রবার (১৯ ডিসেম্বর) মধ্যরাতে চরমনসা এলাকায় নিজ ঘরে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন বেলাল হোসেন। এ সময় ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
আরো পড়ুন: দুষ্কৃতকারীরা ধরা পড়ে না কেন, পুলিশের কাছে রিজভীর প্রশ্ন
ঘুমন্ত শিশু আয়েশা আক্তার দগ্ধ হয়ে মারা যায়। দগ্ধ হন বেলাল হোসেন ও তার দুই মেয়ে। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বেলাল হোসেনের দুই মেয়ে বিথী আক্তার ও স্মৃতি আক্তারকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়।
লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, “ঘরে আগুন দেওয়ার ঘটনায় নিহত আয়েশার বাবা বেলাল হোসেন মামলা করেছেন। ইতোমধ্যে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। প্রকৃত আসামিদের শনাক্তে পুলিশ তৎপর।”
আরো পড়ুন: বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর সদর হাসপাতালে বেলাল হোসেনকে দেখতে যান। তারা তারেক রহমানের পক্ষে বেলাল হোসেনের হাতে ৪ লাখ টাকার তুলে দেন। পরে দুই নেতা বেলাল হোসেনের বাড়িতে যান এবং তার স্ত্রীর সঙ্গে কথা বলেন। এ সময় তাদের চিকিৎসা ও ঘর নির্মাণের ব্যবস্থা করে দেওয়া আশ্বাস দেন এ্যানি। পরে তারা আয়েশা আক্তারের কবর জিয়ারত করেন।