বৈশ্বিক অর্থনৈতিক সংকট এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার সরাসরি নেতিবাচক প্রভাব পুঁজিবাজারসহ সার্বিক অর্থনীতিতে পড়ছে। রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে। ফলে তারা শেয়ার বিক্রি করে মূলধন তুলে নিয়েছে এবং নতুন বিনিয়োগ থেকে বিরত রয়েছেন। এতে বিনিয়োগকারীদের আস্থা কমিয়েছে, বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হয়েছে এবং ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হয়েছে। এ অস্থিরতা ও অনিশ্চয়তার কারণে পুঁজিবাজারে সূচক ও শেয়ারদর ধারাবহিকভাবে কমে গেছে।
এমন পরিস্থিতিতে চলতি বছরে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খোলার পরিমাণ গত বছরের তুলনায় ২.৬২ শতাংশ কমেছে। একইসঙ্গে বছরজুড়ে স্থানীয় বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যাও আশঙ্কাজনক হারে কমেছে।
পুঁজিবাজার সংশ্লিষ্টা বলছেন, বৈশ্বিক সংকট ও দেশের রাজনৈতিক অস্থিরিতার কারণে আশঙ্কাজনক হারে কমেছে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব সংখ্যা।
তথ্য মতে, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুনর্গঠন করা হয়। এই পুনর্গঠিত কমিশন পুঁজিবাজারের মন্দা পরিস্থিতি কাটিয়ে উঠতে নানান উদ্যোগ গ্রহণ করলেও তা কাজে আসেনি।
ফলে পুঁজিবাজারের পতনমুখী প্রবণতা ও বিভিন্ন কারণে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিও হিসাবের সংখ্যা ২.৬২ শতাংশ কমেছে। একইসঙ্গে পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব সংখ্যা কমেছে ২.৩৪ শতাংশ। নারী বিনিয়োগকারীদের বিও হিসাব খোলার পরিমাণ কমেছে ৩.৭৫ শতাংশ। এছাড়া স্থানীয় বিনিয়োগকারীদের বিও হিসাব সংখ্যা কমেছে ২.৫০ শতাংশ এবং বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব সংখ্যা কমেছে ৬.৭৩ শতাংশ।
পুঁজিবাজারের তথ্য ভাণ্ডার হিসেবে পরিচিত সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে জানা গেছে-
মোট বিও হিসাব চলতি বছরের ১ জানুয়ারি বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা ছিল ১৬ লাখ ৬৫ হাজার ১৩৪টি। আর ১৮ ডিসেম্বর পর্যন্ত বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৬ লাখ ২১ হাজার ৩৮৭টি। সেহিসেবে বছরের ব্যবধানে বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা কমেছে ৪৩ হাজার ৭৪৭টি বা ২.৬২ শতাংশ।
এর আগে ২০২৪ সালের ১ জানুয়ারি বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা ছিল ১৭ লাখ ৫৬ হাজার ৪৪০টি। আর ১৬ ডিসেম্বর পর্যন্ত বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা ছিল ১৬ লাখ ৬৩ হাজার ৮৮০টি।
একক বিনিয়োগকারীদের বিও হিসাব চলতি বছরের ১ জানুয়ারি একক বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা ছিল ১১ লাখ ৯৯ হাজার ৫৫৯টি। ১৬ ডিসেম্বর পর্যন্ত একক বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৮১ হাজার ৬৭১টি। সেহিসেবে একক বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা কমেছে ১৭ হাজার ৮৮৮টি বা ১.৪৯ শতাংশ।
এর আগে ২০২৪ সালের ১ জানুয়ারি একক বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা ছিল ১২ লাখ ৪২ হাজার ৯৫৮টি। আর ১৬ ডিসেম্বর পর্যন্ত একক বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা ছিল ১১ লাখ ৯৮ হাজার ৩৬৬টি।
যৌথ বিনিয়োগকারীদের বিও হিসাব চলতি বছরের ১ জানুয়ারি যৌথ বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা ছিল ৪ লাখ ৬৫ হাজার ৫৭৫টি। ১৮ ডিসেম্বর পর্যন্ত যৌথ বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৭১৬টি। সেহিসেবে যৌথ বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা কমেছে ২৫ হাজার ৮৫৯টি বা ৫.৫৫ শতাংশ।
এর আগে ২০২৪ সালের ১ জানুয়ারি যৌথ বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা ছিল ৫ লাখ ১৩ হাজার ৪৮২টি। আর ১৬ ডিসেম্বর পর্যন্ত যৌথ বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা ছিল ৪ লাখ ৬৫ হাজার ৫১৪টি।
পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব চলতি বছরের ১ জানুয়ারি পুরুষ বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা ছিল ১২ লাখ ৬১ হাজার ৩৫০টি। আর ১৮ ডিসেম্বর পর্যন্ত পুরুষ বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৩১ হাজার ৭৬১টি। সেহিসেবে পুরুষ বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা কমেছে ২৯ হাজার ৫৮৯টি বা ২.৩৪ শতাংশ।
এর আগে ২০২৪ সালের ১ জানুয়ারি পুরুষ বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা ছিল ১৩ লাখ ২৬ হাজার ৯৫৩টি। আর ১৬ ডিসেম্বর পর্যন্ত পুরুষ বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা ছিল ১২ লাখ ৬০ হাজার ২৮৮টি।
নারী বিনিয়োগকারীদের বিও হিসাব চলতি বছরের ১ জানুয়ারি নারী বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা ছিল ৪ লাখ ৩ হাজার ৭৮৪টি। ১৮ ডিসেম্বর পর্যন্ত নারী বিনিয়োগকারীদের মোট বিও হিসাব দাঁড়িয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৬২৬টি। সেহিসেবে নারী বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা কমেছে ১৫ হাজার ১৫৮টি বা ৩.৭৫ শতাংশ।
এর আগে ২০২৪ সালের ১ জানুয়ারি নারী বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা ছিল ৪ লাখ ২৯ হাজার ৪৮৭টি। আর ১৬ ডিসেম্বর পর্যন্ত নারী বিনিয়োগকারীদের মোট বিও হিসাব ছিল ৪ লাখ ৩ হাজার ৫৯২টি।
স্থানীয় বিনিয়োগকারীদের বিও হিসাব চলতি বছরের ১ জানুয়ারি স্থানীয় বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা ছিল ১৬ লাখ ১৮ হাজার ৪৪৩টি। আর ১৮ ডিসেম্বর পর্যন্ত স্থানীয় বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৮৪২টি। সেহিসেবে স্থানীয় বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা কমেছে ৪০ হাজার ৬০১টি বা ২.৫০ শতাংশ।
এর আগে ২০২৪ সালের ১ জানুয়ারি স্থানীয় বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা ছিল ১৭ লাখ ১ হাজার ১৫৫টি। আর ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থানীয় বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা ছিল ১৬ লাখ ১৭ হাজার ১৩৬টি।
বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব চলতি বছরের ১ জানুয়ারি বিদেশি বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা ছিল ৪৬ হাজার ৬৯১টি। আর ১৮ ডিসেম্বর পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৫৪৫টি। সেহিসেবে বিদেশি বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা কমেছে ৩ হাজার ১৪৬টি বা ৬.৭৩ শতাংশ।
এর আগে ২০২৪ সালের ১ জানুয়ারি বিদেশি বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা ছিল ৫৫ হাজার ২৮৫টি। আর ১৬ ডিসেম্বর পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা ছিল ৪৬ হাজার ৭৪৪টি।
নিষ্ক্রিয় বিও হিসাব এদিকে বছরজুড়ে নিষ্ক্রিয় বিও হিসাবের পরিমাণ বেড়েছে। চলতি বছরের ১ জানুয়ারি নিষ্ক্রিয় বিও হিসাবের সংখ্যা ছিল ৬৬ হাজার ৬৫৬টি। আর ১৮ ডিসেম্বর পর্যন্ত নিষ্ক্রিয় বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজার ৮৪৩টি। সেহিসেবে নিষ্ক্রিয় বিও হিসাবের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৮৭টি বা ০.২৮ শতাংশ।
এর আগে ২০২৪ সালের ১ জানুয়ারি নিষ্ক্রিয় বিও হিসাবের সংখ্যা ছিল ৭২ হাজার ৩৬১টি। আর ১৬ ডিসেম্বর পর্যন্ত নিষ্ক্রিয় বিও হিসাবের সংখ্যা ছিল ৬৬ হাজার ৬৮৯টি।