পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি এনআরবিসি ব্যাংক পিএলসির নতুন কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটির সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ফিরোজ আহমেদ। তিনি ২১ ডিসেম্বর থেকে কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
এনআরবিসি ব্যাংক পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০২১ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৮২৮ কোটি ৬৫ লাখ টাকা। সেই হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮২ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার ৫৩৪টি। এর মধ্যে, সর্বশেষ ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৫৯.০৭ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৪.৪৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৬.৪৭ শতাংশ শেয়ার রয়েছে।