সারা বাংলা

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

চুয়াডাঙ্গায় বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশার কারণে দিনের বেলাতেও দেখা মিলছে না সূর্যের। ফলে চরম ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় আবহাওয়া অফিস এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। আবহাওয়া দপ্তর বলছে, এ অবস্থা কয়েকদিন থাকবে এবং মাসের শেষের দিকে শৈতপ্রবাহের পূর্বাভাস রয়েছে। 

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক জামিনুর রহমান জানান, আজ বুধবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এ জেলায় গ্রীষ্মকালে যেমন তীব্র গমর থাকে, ঠিক তেমনি শীতকালেও তাপমাত্রা অনেক নেমে যায়। ফলে জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ। দিন যত যাবে ক্রমেই চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমতে থাকবে। 

তিনি আরো জানান, ২০২৪ সালের ৩০ এপ্রিল এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে, ঋতু পরিবর্তনের কারণে হাসপাতালগুলোতে জ্বরসহ শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের চাপ বাড়ছে হাসপাতালে। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহাবুবুর রহমান মিলন বলেন, “বৈরী আবহাওয়াতে শিশুসহ সব বয়সের মানুষকে বাসি পচা খাবার এড়িয়ে চলতে হবে। প্রয়োজন ছাড়া বাইরের খাবার গ্রহণ করা যাবে না।