চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বসত ঘরে আগুন লেগে দাদি ও নাতনি মারা গেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার পোমরা ইউনিয়নের কাদেরীয়া গ্রামে ঘটনাটি ঘটে। মারা যাওয়ারা হলেন- কাদেরীয়া গ্রামের রুমি আক্তার (৫৫) এবং তার নাতনি জান্নাত (৫)।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক আবদুল মন্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ বুধরার ভোরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় একটি ঘরের ভেতরে আটকা পড়েন রুমি আক্তার ও তার নাতনি জান্নাত।
স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মোট ছয়টি ঘর পুড়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।