গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শেফালী বেগম (৩৫) নামের এক অন্তঃসত্ত্বা নারী মারা গেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার কাটা মোড় এলাকায় ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
শেফালী বেগম গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার বিকেলে অন্তঃসত্ত্বা স্ত্রী শেফালী বেগমকে মোটরসাইকেলে নিয়ে চিকিৎসক দেখাতে গোবিন্দগঞ্জ শহরে যাচ্ছিলেন রেজাউল ইসলাম। তারা সাহেবগঞ্জ এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে ঢাকাগামী চালবাহী একটি ট্রাক মোটরসাইকেলের পিছনে ধাক্কা দেয়। এতে শেফালী বেগম রাস্তায় ছিটকে পড়েন। এ সময় ট্রাকটির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানিয়েছেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।