রাজধানীর মগবাজারে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সামনে ফ্লাইওভারের ওপর থেকে বোমা হামলায় একজন নিহত হয়েছেন।
বোমা বিস্ফোরণে এক ব্যক্তিকে রাস্তায় লুটিয়ে পড়ে থাকতে দেখা যায়। তার মাথার খুলি উড়ে গেছে; সমস্ত শরীর ছিল রক্তাক্ত। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে রমনা থানার অফিসার ইনচার্য (ওসি) মো. রাহাত হোসেন রাইজিংবিডি ডটকমকে এসব তথ্য দেন।
রমনা থানার তথ্য অনুযায়ী, বোমা হামলায় নিহত ব্যক্তির নাম সিয়াম। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।
মরদেহটি উদ্ধার করে মেডিকেলে পাঠানোর প্রক্রিয়া চলছে।