বিনোদন

আমি এতটাই বিস্মিত যে, কী বলব বুঝে উঠতে পারছি না: শুভশ্রী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর আক্রান্ত হয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট, উদীচী, দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার। আন্তর্জাতিক মিডিয়াতেও গুরুত্বের সঙ্গে এ বিষয়ে খবর প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন পশ্চিমবঙ্গের তারকারা। 

শুভশ্রী গাঙ্গুলি বলেন, “এসব ঘটনায় এতটাই বিস্মিত যে, কী বলব সেটাই বুঝে উঠতে পারছি না। কারণ, এই ধরনের ঘটনাও যে ঘটতে পারে সেটাই আমার ভাবনার বাইরে। আমি সবকিছু স্তব্ধ হয়ে দেখেছি। সেই মুহূর্তের অনুভূতি ভাষায় বলে বোঝানোর মতো নয়।” 

চৈতন্যদেবের বাণী এ পরিস্থিতিতে স্মরণ করে শুভশ্রী গাঙ্গুলি বলেন, “যুদ্ধ নয়, হিংসা নয়; ভালোবেসে, মানবিকতাকে হাতিয়ার বানিয়ে অন্ধকার সময় পেরিয়ে যেতে হবে।” 

প্রার্থনা জানিয়ে শুভশ্রী গাঙ্গুলি বলেন, “চৈতন্যদেবের ৫০০ বছর আগের বাণী এত বছর পরও সমসাময়িক। যদিও মন থেকে চাই, আগামীর পৃথিবী থেকে যেন যুদ্ধ-হিংসা শব্দগুলো মুছে যায়। মানুষ মানুষকে ভালবাসবে—এই ইতিবাচক ভাবনা সকলের মনে ছড়িয়ে পড়ুক, বছরের শেষে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা থাকবে।” 

‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমায় এমন লুকে ধরা দিয়েছেন শুভশ্রী

মেসি-বিতর্কে নাম জড়িয়ে টানা আলোচনায় ছিলেন অভিনেত্রী শুভশ্রী। বছর শেষে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমা। সৃজিত মুখার্জি নির্মিত সিনেমা বড়দিনে মুক্তি পাবে। এতে শুভশ্রীর সহশিল্পী হিসেবে রয়েছেন—যীশু সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত, ইশা সাহা প্রমুখ।