ঢাকার ধামরাই উপজেলা পরিষদের পুকুর থেকে সন্ধ্যা রানী পাল (৬৫) নামের এক বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
সন্ধ্যা রানী পাল ধামরাই পৌরসভার বড়বাজার এলাকার মৃত নিপেন্দ্র পালের মেয়ে। তিনি অবিবাহিত ছিলেন ও ভাইদের পরিবারে থাকতেন।
স্বজন ও পুলিশ জানায়, উপজেলা পরিষদের পাশেই থাকতেন তিনি। সন্ধ্যা দিনভর আশপাশে ঘোরাঘুরি এবং গোসলসহ যেকোনো প্রয়োজনে উপজেলা পরিষদের পুকুর ব্যবহার করতেন। তবে তিনি সাঁতার জানতেন না। ভোরের দিকে সন্ধ্যা বাড়ি থেকে বের হয়ে উপজেলার দিকে যান। সকালে স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’’