আন্তর্জাতিক

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে ভয়াবহ আগুন, দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু

ভারতের কর্ণাটক রাজ্যের চিত্রদুর্গা জেলায় একটি স্লিপার বাস ও ট্রাকের সংঘর্ষে আগুন লেগে কমপক্ষে ৯ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে জাতীয় মহাসড়ক–৪৮ (এনএইচ–৪৮)-এ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বাসটি বেঙ্গালুরু থেকে শিবমোগ্গা যাওয়ার পথে প্রায় ৩০০ কিলোমিটার অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ডিভাইডার টপকে এসে সজোরে ধাক্কা দেয়।

পুলিশের মহাপরিদর্শক রবিকান্ত গৌড়া বলেন, “একটি ট্রাক ডিভাইডার টপকে বৃহস্পতিবার ভোরে বাসটিকে ধাক্কা দেয়। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ট্রাকটি বাসের জ্বালানি ট্যাংকে ধাক্কা দিয়েছিল, যার ফলে ডিজেল ছড়িয়ে পড়ে এবং বাসটিতে আগুন ধরে যায়। কয়েকজন যাত্রী আগুন থেকে বাঁচতে সক্ষম হয়েছেন। এখন পর্যন্ত আটজন যাত্রী এবং ট্রাক চালকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।”

সিবোর্ড কোচ কোম্পানির ওই বাসটিতে চালক ও হেলপারসহ মোট ৩২ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর পুরো বাসটি দাউ দাউ করে জ্বলতে থাকে।

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী সচিন বলেন, “সিবোর্ড বাসটি আমাদের গাড়ি ওভারটেক করার কিছুক্ষণ পরেই বিপরীত দিক থেকে আসা একটি কন্টেইনার ট্রাক ডিভাইডার টপকে বাসটিকে ধাক্কা দেয়। ট্রাকটি ঠিক ডিজেল ট্যাংকের কাছে আঘাত করেছিল।”

আদিত্য নামের এক যাত্রী বলেন, “সবাই চিৎকার করছিল। দুর্ঘটনার পর আমি নিচে পড়ে যাই এবং দেখি চারপাশে আগুন। দরজা খোলা যাচ্ছিল না। আমরা জানালার কাঁচ ভেঙে পালানোর চেষ্টা করি...মানুষ অন্যদের বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ায় তা কঠিন হয়ে পড়েছিল।”

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।

কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার এবং রাজ্য বিজেপি সভাপতি বিজয়েন্দ্র ইয়েদিউরাপ্পাও এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

গত মাসে, ভারতের তেলেঙ্গানায় একই ধরনের এক দুর্ঘটনায় একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ২০ জন প্রাণ হারিয়েছিলেন।