রাজনীতি

তারেক রহমানের প্রথম বক্তব্যে উঠে এলেন ওসমান হাদি

১৭ বছর পর দেশের মাটিতে দাড়িয়ে তারেক রহমানের প্রথম ভাষণে গুরুত্বের সঙ্গে উঠে এলেন ওসমান হাদি। ইনকিলাব মঞ্চের মুখপাত্রের মৃত্যুকে গণতন্ত্রের জন্য বিরাট আত্মত্যাগ হিসেবে বর্ণনা করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘‘কয়েকদিন আগে এই বাংলাদেশের চব্বিশের আন্দোলনের এক সাহসী, প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছেন। ওসমান হাদি চেয়েছিলেন, দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক। এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পাক।’’

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকায় অবতরণ করেন তারেক রহমান। বিমানবন্দর থেকে তিনি পূর্বাচলে গণসংবর্ধনা মঞ্চে যান। সেখানে তিনি লাখ লাখ দলীয় নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে বক্তৃতা দেন।