দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে প্রত্যাবর্তন করেছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে প্রয়াত চিত্রনায়ক মান্নার সঙ্গে তোলা একটি পুরোনো ছবি।
ছবিতে দেখা যায়, তারেক রহমানের সঙ্গে হাসিমুখে হ্যান্ডশেক করছেন জনপ্রিয় নায়ক মান্না। ছবিটি এখন রীতিমতো ভাইরাল। জানা গেছে, বহু বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে ছবিটি তোলা হয়েছিল। সে সময় অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন তারেক রহমান ও নায়ক মান্না। যদিও ছবিটি সম্পর্কে বিস্তারিত তথ্য নিশ্চিতভাবে জানা যায়নি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সংক্ষিপ্ত বিরতির পর সকাল ১১টা ১৩ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিমানটি।
সকাল ১১টা ৪০ মিনিটে বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে নামার পর বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে তারেক রহমানকে কুশল বিনিময় করতে দেখা যায়।
বিমানবন্দর থেকে বের হয়ে সরাসরি ৩০০ ফিট এলাকায় যান তারেক রহমান। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পর এভারকেয়ার হাসপাতালে যাওয়ার কথা জানান তিনি। সেখানে তিনি তার অসুস্থ মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।