খেলাধুলা

দেখে নিন বিপিএলের সিলেট পর্বের সময়সূচি

সিলেট পর্ব দিয়ে আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ২০২৫-২৬ আসর। এবারের আসরে অংশ নিচ্ছে মোট ছয়টি দল- সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী এক্সপ্রেস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই পর্ব চলবে ২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই সময়ের মধ্যে। প্রতিদিন একাধিক ম্যাচ থাকায় দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে ক্রিকেট উৎসবের মতো।

উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক দল সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। দিনের অপর ম্যাচে সন্ধ্যায় লড়বে নবাগত নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। চলুন দেখে নেওয়া যাক বিপিএলের সিলেট পর্বের সময়সূচি।

:: সিলেট পর্বের সময়সূচি ::

তারিখ মুখোমুখি সময় ২৬ ডিসেম্বর সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স বিকেল ৩টা ২৬ ডিসেম্বর নোয়াখালী এক্সপ্রেস বনাম চট্টগ্রাম রয়্যালস সন্ধ্যা ৭টা ২৭ ডিসেম্বর  ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স দুপুর ১টা ২৭ ডিসেম্বর  সিলেট টাইটান্স বনাম নোয়াখালী এক্সপ্রেস সন্ধ্যা ৬টা ২৯ ডিসেম্বর রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম রয়্যালস দুপুর ১টা ২৯ ডিসেম্বর রাজশাহী ওয়ারিয়র্স বনাম নোয়াখালী এক্সপ্রেস সন্ধ্যা ৬টা ৩০ ডিসেম্বর সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস দুপুর ১টা ৩০ ডিসেম্বর ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স সন্ধ্যা ৬টা ০১ জানুয়ারি সিলেট টাইটান্স বনাম ঢাকা ক্যাপিটালস দুপুর ১টা ০১ জানুয়ারি রংপুর রাইডার্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স সন্ধ্যা ৬টা ২ জানুয়ারি ঢাকা ক্যাপিটালস বনাম চট্টগ্রাম রয়্যালস দুপুর ২টা ২ জানুয়ারি সিলেট টাইটান্স বনাম রংপুর রাইডার্স সন্ধ্যা ৭টা