বিনোদন

আপনার নেতৃত্বে দেশে শান্তি ফিরুক: খায়রুল বাসার

দীর্ঘ ১৭ বছর পর আজ দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উষ্ণ অভ্যর্থনায় প্রিয় নেতাকে বরণ করে নিয়েছেন দেশের লাখ লাখ মানুষ। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে মানুষের মনে আশার সঞ্চার হয়েছে। ছোট পর্দার অভিনেতা খায়রুল বাসারও তাদের একজন। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) খায়রুল বাসার তার ফেসবুকে তারেক রহমানের একাধিক ছবি পোস্ট করে স্বাগত জানান। এ অভিনেতা লেখেন, “স্বাগত। বাংলার শিশির ভেজা ঘাসের স্পর্শে আপনার অন্তর শীতল হোক আর আপনার নেতৃত্বে এ দেশে শান্তি ফিরুক। আপনি সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং বাংলার মানুষের আস্থা হয়ে থাকেন এই দোয়া...।” 

ভবিষ্যতে তারেক রহমান দল ও দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে খায়রুল বাসার লেখেন, “যখন দেশের মানুষ আপনার হাতে দেশের দায়িত্ব তুলে দিবে, সেদিন থেকে আপনার সকল ভালো কাজের স্তুতি করতে না পারলেও, অসংগতির প্রতি ভরপুর সমালোচনা করব। আশা রাখি, আপনি সবসময় সমালোচনাকে ভালোবাসা হিসেবেই এবং সাধারণ মানুষের অস্বস্তি অস্থিরতার প্রকাশ হিসেবে গ্রহণ করবেন।” 

খায়রুল বাসারের এসব ভাবনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন নেটিজেনরা। তার বক্তব্যকে অনেকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন। কেউ কেউ রাজনৈতিকভাবে বিশ্লেষণ করছেন। অনেকে নেতিবাচক মন্তব্যও করেছেন। তবে নেটিজেনদের বক্তব্য নিয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি এই অভিনেতা।