ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১১টা থেকে আরিচা-কাজিরহাট এবং রাত ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বলেন, “রাত ১১টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুট বন্ধ রয়েছে। ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে এ নৌরুট বন্ধ রাখা হয়েছে। মাঝ নদীতে দুটি ফেরি নোঙর করে রয়েছে। কুয়াশার প্রকোপ কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে। উভয়ঘাটে যানবাহনগুলো সিরিয়ালে নদী তীরে অপেক্ষায় আছে।”
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মজাব্যবস্থাপক সালাম হোসেন বলেন, “পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় রাত ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মাঝ নদীতে তিনটি ফেরি নোঙর করে রয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছে। কুয়াশা কেটে গেলে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে। দীর্ঘ সময় ঘাট বন্ধ থাকায় যানবাহনগুলো পারের অপেক্ষায় আছে।”