ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সাতক্ষীরার ৪টি আসনে ১৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী। এর মধ্যে বিএনপির মনোনয়নপত্র রয়েছে ৮টি।
বুধবার (২৪ ডিসেম্বর) পর্যন্ত এসব মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। সাতক্ষীরার চারটি আসনে আগামী সংসদ নির্বাচনে মোট ১৮ লাখ ৩২ হাজার ৫৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “এখন পর্যন্ত কোনো মনোনয়নপত্র জমা হয়নি।”
তবে, জেলা নির্বাচন অফিসের দায়িত্বশীল সূত্র জানায়, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে এ পর্যন্ত ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তারা হলেন- বিএনপির দলীয় প্রার্থী কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, বাংলাদেশ কংগ্রেসের ইয়ারুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন ও শাহানারা পারভীন।
সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আলহাজ আব্দুর রউফ ও আব্দুল আলীম। এর মধ্যে দলীয়ভাবে মনোনয়ন পেয়েছেন আলহাজ আব্দুর রউফ।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলহাজ কাজী আলাউদ্দীন। একই আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন অধ্যাপক ডা. মো. শহিদুল আলম।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ডা. মো. মনিরুজ্জামান। বিএনপির অপর প্রার্থীরা হলেন আব্দুল ওয়াহেদ ও আব্দুস সালাম।
এছাড়া জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশিদ, জামায়াতে ইসলামীর প্রার্থী জি. এম. নজরুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এস. এম. মোস্তফা আল মামুন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।