সারা বাংলা

কুয়াশা-শীতে নাকাল পটুয়াখালীর জনজীবন

পটুয়াখালীতে ঘন কুয়াশার সঙ্গে জেঁকে বসেছে শীত। কুয়াশার চাদরে বেলা বাড়া অবধি ঢেকে থাকাছে গ্রামাঞ্চল। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকেও দেখা মেলনি সূর্যের। দিনের বেলায় হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। বইছে উত্তরের হিমেল বাতাস। 

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টায় কলাপাড়ায় সর্বনিম্ন ১২.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। এসময় বাতাসের আদ্রতা ছিল ৯১ শতাংশ। জেলার অনেক স্থানে কুয়াশার কারণে দৃষ্টিসীমা ছিল ৫০ মিটারের নিচে।

শীতের তীব্রতায় জনজীবন অনেকটা নাকাল হয়ে পড়েছে। চরম দুর্ভোগ পোহাচ্ছেন ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। অনেক স্থানে তাদের কাঠে আগুন জ্বালিয়ে তাপ পোহাতে দেখা গেছে। বিপাকে পড়েছেন কৃষক ও গভীর সাগরে অবস্থানরত জেলেরা।  

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, “আরো কয়েকদিন মধ্যরাত থেকে বেলা বাড়া অবধি কুয়াশার ঘনত্ব বাড়তে পারে। শীতের তীব্রতা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।”