নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি কুড়ান অভিনেত্রী আফসান আরা বিন্দু। ব্যক্তিগত জীবনে ব্যবসায়ী আসিফ সালাহউদ্দিন মালিকের সঙ্গে বিববাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই অভিনেত্রী। তারপর সংসারে মন দেন; ফলে অভিনয়কে বিদায় জানান।
কাজ থেকে দূরে সরে যাওয়ার কারণে লাইমলাইটে ছিলেন না বিন্দু। সবার ধারণা ছিল, দাম্পত্য জীবনে ভালো সময় পার করছেন। কিন্তু বিয়ের এক দশক পর বিন্দু জানালেন, তার সংসার ভেঙে গেছে। কয়েক দিন আগে একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই খবর জানান তিনি।
যেকোনো সম্পর্কের ভাঙন মানুষের উপরে নেতিবাচক প্রভাব ফেলে! আর সংসার ভাঙা তো ভীষণ স্পর্শকাতর ব্যাপার। কিন্তু আসিফের সঙ্গে বিয়েটা কী ভুল সিদ্ধান্ত ছিল বিন্দুর? এ আলাপচারিতায় বিন্দুর কাছে এই প্রশ্ন রাখা হয়।
বিন্দু ও আসিফ
জবাবে আফসান আরা বিন্দু বলেন, “না। একদম না। বিশ্বাস করেন, আপনার এখানে টেবিলে বসে কথা বলতে জানি না। ডিপ্লোমেসি (কূটনীতি) তারাই করেন, যারা কথা-বার্তা বলাতে অনেক পটু।”
বিয়ে নিয়ে কোনো ধরনের অনুশোচনাও নেই বিন্দুর। এ তথ্য স্মরণ করে এই অভিনেত্রী বলেন, “আমার একফোঁটা অনুশোচনাও নেই। ওই মুহূর্তে সৃষ্টিকর্তা যদি মনে করে থাকেন বিয়েটা ঠিক ছিল, তাহলে ওটাই ঠিক ছিল।”
২০১৪ সালের অক্টোবরে আসিফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আফসান আরা বিন্দু। তারপর সংসারে ডুবে যান। হঠাৎ জীবনে ছন্দপতন ঘটে। ২০১৭ সাল থেকে আলাদাভাবে বসবাস শুরু করেন বিন্দু। ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে তার বিবাহবিচ্ছেদ ঘটে। যদিও সংসার ভাঙার কারণ জানাননি তিনি।
বিন্দু
২০০৬ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানার-আপ নির্বাচিত হন আফসান আরা বিন্দু। ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। এরপর ‘জাগো’, ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’, ‘এই তো প্রেম’ সিনেমায় অভিনয় করেন। ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় টিভি নাটক উপহার দিয়েছেন এই অভিনেত্রী।