নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘শক্তিশালী ও প্রাণঘাতী হামলা’ চালিয়েছে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছেন।
আইএসকে ‘ঘৃণ্য সন্ত্রাসী’ আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন, এই গোষ্ঠীটি ‘মূলত নিরীহ খ্রিস্টানদের টার্গেট করে নৃশংসভাবে হত্যা করছে।’
ট্রাম্প বলেন, মার্কিন সেনাবাহিনী ‘একাধিক নিখুঁত হামলা’ চালিয়েছে।
নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ মাইতামা তুগ্গার জানিয়েছেন, এটি ছিল একটি ‘যৌথ অভিযান।’
তিনি বলেছেন, “এটি সন্ত্রাসীদের লক্ষ্য করে একটি যৌথ অভিযান ছিল এবং এর সঙ্গে কোনো নির্দিষ্ট ধর্মের সম্পর্ক নেই।”
আইএসের নাম উল্লেখ না করেই তুগার জানান, এই অভিযান বেশ কিছুদিন ধরে পরিকল্পনা করা হয়েছিল এবং নাইজেরিয়ার পক্ষ থেকে প্রদত্ত গোয়েন্দা তথ্য ব্যবহার করা হয়েছিল।
ভবিষ্যতে আরো হামলার সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, এটি ‘নির্ভর করবে দুই দেশের নেতৃত্বের নেওয়া সিদ্ধান্তের ওপর।’
বৃহস্পতিবার রাতে ট্রুথ সোশ্যালে তার পোস্টে ট্রাম্প বলেছেন, “আমার নেতৃত্বে, আমাদের দেশ উগ্র ইসলামিক সন্ত্রাসবাদকে সমৃদ্ধ হতে দেবে না।”
যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড জানিয়েছে, নাইজেরিয়ার সঙ্গে সমন্বয় করে সোকোতো রাজ্যে এসব হামলা চালানো হয়েছে।