আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এমন স্পেল আগে কখনো দেখেনি বিশ্ব। বিশ ওভারের ক্রিকেটে যেখানে বোলারদের ওপর ব্যাটারদের দাপট থাকে সবসময়, সেখানে ভুটানের ২২ বছর বয়সী স্পিনার সোনম ইয়েশে রীতিমতো ধ্বংসযজ্ঞ চালালেন মায়ানমারের ব্যাটিং লাইনআপে। মাত্র ৭ রান খরচ করে তুলে নিলেন ৮টি উইকেট! তার এই জাদুকরী ঘূর্ণিতে ভর করে মায়ানমারকে ধুলোয় মিশিয়ে দিয়েছে ভুটান।
ইদ্রুসকে টপকে সিংহাসনে সোনম: টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে সেরা বোলিং ফিগারের রেকর্ডটি এতদিন ছিল মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুসের দখলে। ২০২৩ সালে চীনের বিপক্ষে ৮ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। আজ মায়ানমারের বিপক্ষে সোনম ইয়েশে কেবল সেই রেকর্ড ভাঙেননি, বরং এক ম্যাচেই ৮ উইকেট নেওয়ার এক অনন্য মাইলফলক স্থাপন করেছেন। এর ফলে ১৯ রানে ৭ উইকেট নেওয়া বাহরাইনের আলি দাউদ এখন তালিকার তৃতীয় স্থানে নেমে গেছেন।
স্পিন-বিষে নীল মায়ানমার: ভুটানের গেলেফুতে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠিয়েছিল মায়ানমার। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান সংগ্রহ করে ভুটান। ১২৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সোনম ইয়েশের স্পিন বিষের কোনো জবাব ছিল না মায়ানমারের ব্যাটারদের কাছে।
সোনমের ওভার-বাই-ওভার তান্ডব: ৩য় ওভার: নিজের প্রথম ওভারেই কোনো রান না দিয়ে ৩ উইকেট শিকার! ৫ম ওভার: এই ওভারে ৩ রান খরচায় তুলে নেন আরও ১ উইকেট। ৭ম ওভার: মাত্র ১ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। শেষ স্পেল: নিজের শেষ ওভারে আরও ২ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড পূর্ণ করেন ইয়েশে।
সোনমের এই অবিশ্বাস্য বোলিংয়ে মায়ানমার মাত্র ৯.২ ওভারে ৪৫ রানেই অলআউট হয়ে যায়।
মায়ানমারের বিপক্ষে ৮২ রানের এই বিশাল জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করল ভুটান। সিরিজের চতুর্থ ম্যাচে শনিবার আবারও মাঠে নামবে এই দুই দল। তবে ক্রিকেট বিশ্ব এখন মায়ানমারের পরাজয় নয়, বরং ২২ বছর বয়সী সোনম ইয়েশের এই অতিপ্রাকৃত বোলিং ফিগার নিয়েই আলোচনায় মত্ত।
এক নজরে সোনমের বিশ্বরেকর্ড: বোলিং ফিগার: ৪-০-৭-৮, প্রতিপক্ষ: মায়ানমার, ভেন্যু: গেলেফু, ভুটান, তারিখ: ২৬ ডিসেম্বর, ২০২৫।