রাজনীতি

ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ ৯ জানুয়ারি

দেশ ও জাতির স্বার্থে সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশনা দি‌য়ে ইন‌কিলাব ম‌ঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকা‌ণ্ডের প্রতিবা‌দে এবং জুলাই সনদের পক্ষে জনমত সৃষ্টির লক্ষে আগামী ৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ কর‌বে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) পুরানা পল্টনের পুষ্পধাম মিলনায়তনে আয়োজিত সভায় দল‌টির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এ ঘোষণা দেন।

ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র দি‌তেই এই সভার আ‌য়োজন ক‌রে দল‌টি।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মাদ রেজাউল করীম ব‌লেন, “শহীদ ওসমান হাদী হত্যার সাথে জড়িতদের এখনো গ্রেপ্তার করা হয় নাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতির দিকে যাচ্ছে। এর প্রতিবাদে এবং জুলাই সনদের পক্ষে জনমত সৃষ্টির লক্ষে আগামী ৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।”

“তা‌রেক রহমা‌নের আগমন উপল‌ক্ষে বিএন‌পি শোডাউন ক‌রে‌ছে, জামায়াতও তিন তা‌রিখ মহাসমা‌বেশ ডে‌কে‌ছে। আমা‌দের না কর‌লে কি হ‌বে? আমা‌দেরও মহাসমা‌বেশ ক‌রে দে‌খি‌য়ে দি‌তে হ‌বে।যারা এম‌পি প্রার্থী হ‌য়ে‌ছেন, তা‌দের এ বিষ‌য়ে বে‌শি দা‌য়িত্ব পালন কর‌তে হ‌বে।”

দেশ-জাতির স্বার্থে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মী‌দের প্রস্তুত থাকার আহ্বান জা‌নি‌য়ে দল‌টির আমির ব‌লেন, “আসন সম‌ঝোতায় অনেক ত‌্যাগ কর‌তে হ‌তে পা‌রে। তিনশ আসনেও প্রস্তু‌তি থাক‌তে হ‌বে আমাদের। সারা‌ দে‌শে সর্বাত্মক দাওয়াতি কার্যক্রম চালিয়ে যেতে হবে।”

মনোনয়ন প্রদান অনুষ্ঠানে দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল  কাইয়ুমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।