সারা বাংলা

স্ত্রীকে হত্যার পর লাশ নিয়ে যেতে শ্বশুরকে ফোন

গাজীপুরে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীকে হত্যার পর লাশ নিয়ে যেতে শ্বশুরকে ফোন দিয়েছেন স্বামী। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার রমিজ আলী ভিলার তৃতীয় তলায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মাস্তুরা আক্তার সুমা (২৮) ময়মনসিংহের হালুয়াঘাট থানাধীন পূর্ব নড়াইল এলাকার মিরাজুল ইসলামের মেয়ে। তিনি ‘ইউরো’ নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। অভিযুক্ত স্বামী জালাল উদ্দিন দুলু (৩০) রংপুর জেলার বাসিন্দা। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক আছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাস্তুরা আক্তার সুমা তার স্বামী জালালের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। গত বৃহস্পতিবার রাত ১০টায় কারখানায় কাজ শেষ করে বাসায় ফিরে রান্না করেন। এর পর রাত আনুমানিক ১২টার দিকে স্বামী জালাল উদ্দিন দুলু বাসায় ফেরেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে জালাল উদ্দিন তার শ্বশুরকে মোবাইল ফোনে কল করে জানান যে, তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন এবং বাসায় এসে লাশ নিয়ে যেতে বলেন। জালাল বিষয়টি আত্মীয়-স্বজন এবং বাড়ির মালিককে জানান। তারা ঘটনাস্থলে গিয়ে কক্ষটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পান এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে বাসন থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। তারা তালা ভেঙে কক্ষে ঢুকে খাটের ওপর মাস্তুরা আক্তার সুমার মরদেহ পড়ে থাকতে দেখেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানিয়েছেন, পুলিশ মাস্তুরা আক্তার সুমার মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।