সারা বাংলা

সেন্টমার্টিনগামী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ ভয়াবহ আগুন 

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে সেন্ট মার্টিনগামী জাহাজটিতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পুরো জাহাজে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। অগ্নিকাণ্ডে জাহাজটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যবশত ওই সময় জাহাজে কোনো পর্যটক ছিলেন না।”

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।