ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে হাদির কবর জিয়ারত করেন। এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
সেখানে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ দলের নেতাকর্মীরা। উপস্থিত আছেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এস.এম. আমানুল্লাহ, বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।
দলীয় সূত্র জানায়, ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও সাহসী যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানোই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য। বিএনপির মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে এসব আত্মত্যাগ স্মরণ করা অত্যন্ত জরুরি।
কবর জিয়ারত শেষে তারেক রহমান নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে যাবেন। সেখানে তিনি একজন নাগরিক হিসেবে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এর আগে সকাল ১০টার কিছু আগে গুলশানের বাসা থেকে বের হন তারেক রহমান। পথে এবং শাহবাগে দলের নেতকার্মী ও সমর্থকদের ভিড়ের কারণে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়।
তারেক রহমানের আগমন উপলক্ষে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিজিবি, র্যাব। রয়েছে পুলিশের অতিরিক্ত সদস্য। তার আগমন উপলক্ষে কিছু সময়ের জন্য শাহবাগ থেকে অবরোধ সরিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে যায় ইনকিলাব মঞ্চ।
ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও ডাকসুর নেত্রী ফাতিমা তাসনিম জুমা বলেন, “তারেক রহমানের আগমন উপলক্ষে শাহবাগ ছেড়ে দেওয়া হয়েছে। ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান চলে গেলে শহবাগে আবার অবস্থান কর্মসূচি পালন করা হবে।”
গত বৃহস্পতিবার ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। ফেরার দিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দলের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর অসুস্থ মা’কে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে গুলশানের বাসভবনে ফেরেন।
গতকাল শুক্রবারও ব্যস্ত সময় পার করেন তিনি। তারেক রহমান তার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এরপর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সেখানেও অসংখ্য নেতা-কর্মীর ভিড় জমে। নেতা-কর্মীদের ভিড়ের কারণে গন্তব্যে পৌঁছাতে দীর্ঘসময় লাগে তারেক রহমানের।
জুলাই গণ-অভ্যুত্থানের মুখ ওসমান হাদি গত বছরের আগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করেন ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন তিনি। ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছু পর ঢাকার পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করা হয়। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।