রাজনীতি

বনানীতে ছোট ভাইয়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বনানী কবরস্থানে গিয়ে কোকোর কবর জিয়ারত করেন। 

২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে মারা যান বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো। তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। মৃত্যুর চার দিন পর ২৮ জানুয়ারি তাঁর মরদেহ দেশে আনা হয়। ওই দিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

আরাফাত রহমান কোকো এমন সময়ে মারা যান যখন তাঁর মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার আন্দোলন করতে গিয়ে গুলশানের কার্যালয়ে ২০১৫ সালের ৩ জানুয়ারি থেকে অবরুদ্ধ ছিলেন। সরকার তাঁর বাসার সামনে বালুর ট্রাক দিয়ে এবং বাসার গেটে তালা লাগিয়ে রাখে।

বাংলাদেশে ২০০৭ সালে সামরিক বাহিনীর সমর্থনে ক্ষমতায় থাকা তত্ত্বাবধায়ক সরকারের আমলে আরাফাত রহমান কোকের বিরুদ্ধে বেশ কটি দুর্নীতির মামলা রুজু করা হয়। এসব মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারেও পাঠানো হয়। জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই তিনি বিদেশে নির্বাসিত জীবন-যাপন করছিলেন। ওই সময় তারেক রহমানও লন্ডনে ছিলেন। ফলে শেষবারের মত ছোট ভাইকে একনজর দেখতে পাননি। 

১৭ বছর পর দেশে ফিরে দুদিনের ব্যস্ত কর্মসূচি শেষে বনানী কবরস্থানে ছুটে যান তারেক রহমান।